Logo
×

Follow Us

জেলার খবর

ঝড়ে আম কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৩, ২০:২৯

ঝড়ে আম কুড়াতে গিয়ে ২ বোনের মৃত্যু

ঝড়ে ভেঙে পড়েছে গাছের ডাল। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের মুক্তাগাছায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই বোনের মৃত্যু হয়েছে। আজ বুধবার (১০ মে) বিকাল সাড়ে ৩ টার দিকে পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মৃতরা হলেন, ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) ও আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)। নিহত দুইজন সহোদর চাচাত-জেঠাতো বোন।

পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন বলেন, বিকাল সাড়ে ৩ টার দিকে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হয়। ঝড়ের সময় জেরিন ও চাঁন মনি আম কুড়াতে যায়। এসময় আম গাছের ডাল ভেঙে পড়ে ঘটনাস্থলেই জেরিন মারা যায়। এতে গুরুতর আহত হয় চাঁন মনি। পরে তার স্বজনরা তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন। এই ঝড়ে বেশ কিছু গাছপালা ও বোরো ধানের ক্ষতি হয়েছে।

এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম লুৎফর রহমান বলেন, ঝড়ে নিহতের বিষয়টি কেউ আমাকে জানায়নি। তবে অন্য মাধ্যমে শুনতে পেরেছি। নিহতের পরিবার যদি উপজেলা প্রশাসন বা জেলা প্রশাসক বরাবর আবেদন করে, তাহলে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫