Logo
×

Follow Us

জেলার খবর

সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৩, ২০:৫৯

সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৩

প্রতীকী ছবি

হবিগঞ্জ জেলার নবীগঞ্জে সিএনজি অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও চারজন আহত হয়েছেন।

আজ বুধবার (১০ মে) দুপুর প্রায় ২টায় জেলার নবীগঞ্জ উপজেলার ফুলতলী বাজার এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জেলার নবীগঞ্জের গজনাইপুর ইউনিয়নের মুরাউড়া গ্রামের আব্দুল সত্তারের ছেলে মানিক মিয়া (৭০), চুনারুঘাট উপজেলার বাদশারগাঁও গ্রামের ছানু মিয়ার ছেলে সোহেল মিয়া (৪২) ও বাহুবল উপজেলার পুটিজুরি ইউনিয়নের উত্তর ভবানীপুর গ্রামের বাসিন্দা আব্দাল মিয়া (৪৫)।

শেরপুর হাইওয়ে থানার ওসি পরিমল দেব বলেন, মহাসড়কের দুইদিক থেকে আসা অটোরিকশা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরেকজন। এতে আহত আরো চার নারী-পুরুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহত যাত্রীদেরকে কোন গাড়িতে ছিলেন তা এখনো জানা যায়নি। দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি জব্দ করেছে পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫