Logo
×

Follow Us

জেলার খবর

ডিম থেকে ফোটানো ৭২টি জলঢোড়া সাপের বাচ্চা অবমুক্ত

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৫ মে ২০২৩, ১৫:৪৬

ডিম থেকে ফোটানো ৭২টি জলঢোড়া সাপের বাচ্চা অবমুক্ত

জলঢোড়া সাপের বাচ্চা। ছবি: পঞ্চগড় প্রতিনিধি

সম্প্রতি সাপের সন্ধানে গিয়ে স্নেক রেসকিউয়ার সহিদুল ইসলাম উদ্ধার করেন ৭৫টি সাপের ডিম। পরে সেগুলো পরিচর্যা করে ৭২টি বাচ্চা ফোটাতে সক্ষম হন তিনি। অতঃপর সেগুলোকে প্রাকৃতিক পরিবেশে অবমুক্ত করেন তিনি।

গতকাল রবিবার (১৪ মে) বিকেলে পঞ্চগড়ের বোদা উপজেলার ধরধরা এলাকার টাঙ্গন নদীতে জলঢোড়া সাপের এই বাচ্চাগুলো অবমুক্ত করা হয়।

এর আগে, গত ১৯ এপ্রিল উপজেলার লাঙ্গলগাঁও এলাকার একটি বাড়ির ঘরের মেঝে খুড়ে মাটির নিচ থেকে ডিমগুলো উদ্ধার করেন সহিদুল।

সহিদুলের বাড়ি উপজেলার ঝলই শালশিরি ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে বন্যপ্রাণী সংরক্ষণ ও উদ্ধারকারী হিসেবে কাজ করছেন।

তিনি বলেন, বাড়িটিতে সাপের আনাগোনা আছে এমন খবর পেয়ে সাপ উদ্ধার করতে যাই। কিন্তু কোন সাপ পাচ্ছিলাম না। পরে ইঁদুরের গর্ত দেখে খোরা শুরু করি এবং ৭৫টি জলঢোড়া সাপের ডিম পাই। সেগুলোকে নিবিড় তত্ত্বাবধান করতে থাকি। দিন বাড়ার সাথে সাথে ডিম হতে বাচ্চা বেরুনো শুরু করে, একে একে ৭২টি বাচ্চা পৃথিবীর আলো দেখতে সক্ষম হয়।


সহিদুল বলেন, এখন জলঢোড়া সাপের ডিমফুটে বাচ্চা বের হওয়ার সময়। এটি সম্পূর্ণ নির্বিষ এবং উপকারী সাপ, মানুষের জন্য ঝুঁকিপূর্ণও নয়। আর স্রষ্টার প্রত্যেক সৃষ্টির বেঁচে থাকার অধিকার রয়েছে। কাজেই আশপাশে এসব সাপ দেখলে কেউ যেন সেগুলো না মারে এবং ডিম পেলে সেগুলোও নষ্ট না করে সাপ উদ্ধারকারীদের খবর দেয়ার পরামর্শ দিয়েছেন তিনি।

২০২১ সালের ৭ ফেব্রুয়ারি দেশে প্রথমবারের মত বিরল প্রজাতির রেডকোরাল কুকরি সাপ দেখা মিলে। আহত অবস্থায় সেই সাপটি উদ্ধার করেছিলেন সহিদুল ইসলাম। এছাড়াও অসংখ্য বিষধর এবং নির্বিষ সাপ উদ্ধার এবং অবমুক্ত করেছেন তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫