
নাটোর জেলার মানচিত্র। গ্রাফিক্স: সাম্প্রতিক দেশকাল
নাটোরে হেরোইন পাচার মামলায় একজনকে যাবজ্জীবন ও অপরজনকে দুই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।
নাটোরের সিনিয়র দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন আজ মঙ্গলবার (১৬ মে) এই রায় দেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত মাসুদ রানা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সমাসপুর গ্রামের মৃত আজিজুর রহমানের ছেলে এবং অপর দণ্ডপ্রাপ্ত মো. মোতালেব ওরফে আবু তালেব ময়মনসিংহ জেলার হালুয়াঘাট থানার রঘুনাথপুর গ্রামের মৃত হরমোজ আলীর ছেলে।
রায় ঘোষণার সময় মাসুদ রানা আদালতে উপস্থিত থাকলেও অপর আসামি মো. মোতালেব ওরফে আবু তালেব পলাতক ছিলেন। দণ্ডপ্রাপ্তরা রায় ঘোষণার আগে যত দিন কারাগারে ছিলেন তা ঘোষিত রায়ের সাথে সমন্বয় করার নির্দেশ দিয়েছেন বিচারক। আদালত সূত্র জানায়, ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি নাটোরের বেলঘড়িয়া বাইপাস মোড়ে গোপন সংবাদেরভিত্তিতে রাজশাহী থেকে ঢাকাগামী একটি লোকাল কোচে অভিযান চালিয়ে তিন গ্রাম হেরোইনসহ তাদের আটক করে গোয়েন্দা পুলিশ। পরের দিন নাটোর থানায় এ বিষয়ে মামলা করলে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন।