ময়মনসিংহে রাস্তায় খুঁটি রেখেই চলছে নির্মাণ কাজ
ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২০, ১৩:৪৪
ছবি: ময়মনসিংহ প্রতিনিধি
সড়কের মাঝখানে প্রায় অর্ধ শতাধিক বিদ্যুতের খুঁটি রেখেই চলছে সড়ক ও জনপথ বিভাগের নেত্রকোনা থেকে ঈশ্বরগঞ্জ হয়ে ময়মনসিংহের গৌরীপুর সড়ক নির্মাণ কাজ।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বৈদ্যুতিক খুঁটি অপসারণে জন্য একাধিকবার আবেদন করা হলেও খুঁটিগুলো অপসারণে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
এদিকে প্রকল্পের কাজ নির্ধারিত সময়ে সম্পন্ন করতে খুঁটিগুলো রেখেই সড়কের কাজ চালিয়ে যাচ্ছেন বলে জানান ঠিকাদার।
স্থানীয় মোতালিব হোসেন ও আব্দুল বারেক জানান, সড়কের মাঝখানে প্রায় ৫০-৬০টি পল্লী বিদ্যুৎ ও পিডিবি খুঁটি রেখেই রাস্তার কাজ করা হচ্ছে। এসব খুঁটি অপসারণ না করে সড়কের নির্মাণ কাজ সম্পন্ন করলে প্রতিনিয়ত মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে হবে মানুষকে। আমরা দ্রুত এর সমাধান চাচ্ছি।
এ বিষয়ে ঠিকাদার হোসেন আহমেদ পান্না জানান, সড়কের মাঝখানের বিদ্যুতের খুঁটি অপসারণের জন্য নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী বরাবরে একাধিকবার আবেদনের পাশাপাশি মৌখিকভাবে অবগত করা হলেও এখনো পর্যন্ত খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এদিকে নির্ধারিত সময়সীমার মধ্যে সড়কের কাজ সম্পন্ন করতে বাধ্য হয়ে সড়কে খুঁটি রেখেই নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন বলেও জানান তিনি।
নেত্রকোনা সড়ক ও জনপথ বিভাগের (সওজ) নির্বাহী প্রকৌশলী দিদারুল আলম বলেন, নির্মাণাধীন সড়কে বৈদ্যুতিক খুঁটিগুলো দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্ট পিডিবি ও পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের নিকট সার্বিক ব্যয়ের টাকা পরিশোধ করা হয়েছে। কিন্তু এখনো খুঁটিগুলো অপসারণ করা হয়নি। এতে সড়ক নির্মাণ কাজে স্বাভাবিক গতি ব্যাহত হচ্ছে বলে তিনি জানান।
ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার সোহেল পারভেজ বলেন, সড়কে বৈদ্যুতিক খুঁটি অপসারণের ব্যয় পরিশোধ করা হয়েছে কিনা এ বিষয়টি উনার জানা নেই। ফাইল দেখে তিনি ব্যবস্থা নিবেন।
ময়মনসিংহ-৩ আসনের সংসদ সদস্য নাজিম উদ্দিন আহমেদ বলেন, রাস্তার মাঝখানে বৈদ্যুতিক খুঁটি কাজ করা ঠিক হয়নি। খুব শীঘ্রই খুঁটি সরানোর জন্য যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ব্যবস্থা নেয়া হবে।
