কক্সবাজার পৌর নির্বাচনে মনোনয়নপত্র জমা দিলেন ৭ মেয়র প্রার্থী

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৩, ১৪:০৪
-64648aaa77690.jpg)
প্রতীকী ছবি
কক্সবাজার পৌরসভা নির্বাচনে শেষ পর্যন্ত মেয়র পদে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ৭ জন। কাউন্সিলর পদপ্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন ৬৫ জন যদিও মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ১২টি ওয়ার্ড থেকে ৯৫ জন। সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী হিসেবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছিলেন ১৮ জন মনোনয়ন জমা দিয়েছেন ১৬ জন।
মেয়র পদে যে ৭ জন মনোনয়ন জমা দিয়েছেন তারা হলেন- আওয়ামী লীগের মনোনীত প্রার্থী সাবেক কাউন্সিলর মাহবুবুর রহমান চৌধুরী, সতন্ত্র প্রার্থী মাসেদুল হক রাশেদ, সাবেক মেয়র সরওয়ার কামাল, সতন্ত্র প্রার্থী মোহাম্মদ আল জোবায়ের চৌধুরী, জগদীশ বড়ুয়া, বাংলাদেশ ইসলামী আন্দোলনের মো. জাহেদুর রহমান এবং একমাত্র সতন্ত্র মহিলা মেয়র পদ প্রার্থী জোসনা হক।
অন্যদিকে বর্তমান ও নতুন কাউন্সিলর পদপ্রার্থীদের পদচারণায় সারাদিন মুখর ছিল কক্সবাজার জেলা নির্বাচন অফিস। নির্বাচিত হলে নিজ ওয়ার্ডের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েছেন নতুন কাউন্সিলর পদপ্রার্থীরা এবং নানা উন্নয়নের কথা তুলে ধরেছেন পৌরসভার বর্তমান কাউন্সিলররা।
১২টি ওয়ার্ডে ১৮ জন মনোনয়ন সংগ্রহকারী মহিলা কাউন্সিলরদের মধ্যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৬ জন। এসময় নিজ নিজ ওয়ার্ডের নারীদের নানা সমস্যা সমাধানসহ সামাজিক উন্নয়নের কথা তুলে ধরেছেন তারা।
আগামী ১৮ মে প্রার্থীতা যাচাই বাছাই শেষে ২৬ মে প্রতীক বরাদ্দের মাধ্যমে শুরু হবে নির্বাচনের কার্যক্রম বলে জানালেন কক্সবাজার জেলা নির্বাচন অফিসার এস এম শাহাদাত হোসেন।