Logo
×

Follow Us

জেলার খবর

বাহুবলেও চাষ হচ্ছে চীনা বাদাম

Icon

হবিগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৩, ১৪:১৬

বাহুবলেও চাষ হচ্ছে চীনা বাদাম

উন্নতজাতের বাদাম আবাদ করে কৃষকেরা লাভবান হচ্ছে। ছবি: সংগৃহীত

হবিগঞ্জের বাহুবলে প্রথম চাষ হয়েছে চীনা বাদাম। বাহুবল উপজেলার দ্বিমুড়া কৃষি ব্লকের উপসহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম চেষ্টা করছেন কৃষকদের দিয়ে চীনা বাদাম চাষ করাতে। তিনি কৃষকদের পরামর্শ দিচ্ছেন।

বাহুবলে চীনা বাদাম চাষ একেবারে নতুন। তাই প্রথমে অনেক কৃষক চাষে আগ্রহী না হলেও বাহুবলের ভৈরভীকোনা গ্রামের বাসিন্দা মো. আরফান আলী প্রায় ৩০ শতক জমিতে চীনা বাদামের বীজ বোনেন। প্রায় ৪ মাস লেগেছে চীনা বাদাম উৎপাদনে। ভালো ফলন দেখে অন্যরাও চীনা বাদাম চাষে আগ্রহী হয়েছেন।

কৃষক আরফান আলী বলেন, চীনা বাদাম চাষে খরচ নেই বললেই চলে। তবে নিজেদের গোবর থাকলে জমিতে প্রয়োগ করে বাদামের বাম্পার ফলন পাওয়া সম্ভব। পানি দিতে হয়েছে। তেমন কোনো বিষ প্রয়োগ ছাড়াই চীনা বাদাম চাষ করতে পেরে আমি আনন্দিত। সহকারী কৃষি অফিসার শামীমুল হক শামীম বলেন, কৃষক মো. আরফান আলী প্রমাণ করলেন চেষ্টা করলে সফল হওয়া সম্ভব। তাকে সহযোগিতা করেছি। তিনি শ্রম দিয়েছেন। বাদামের ভালো ফলন হয়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাদ হোসেন মজুমদার বলেন, বাহুবলে প্রথম চীনা বাদাম চাষে আরফান আলী চমক দেখিয়েছেন। বাদাম কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ উপজেলার মাটি ও আবহাওয়া বাদাম চাষের জন্য অত্যন্ত উপযোগী। উন্নতজাতের বাদাম আবাদ করে কৃষক যেমন লাভবান হচ্ছে, তেমনি দেশের কৃষিতেও ভূমিকা রাখছে। 

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫