
ইয়াবাসহ আটককৃত মাদক ব্যবসায়ী। ছবি: কক্সবাজার প্রতিনিধি
সাগর পথে মহেশখালী হয়ে বোট যোগে কক্সবাজার চৌফদন্ডী ঘাটে ইয়াবা পাচারের সময় ৪০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
গতকাল মঙ্গলবার (১৭ মে) রাত ৮টার দিকে কক্সবাজার ঈদগাঁও এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
র্যাব সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, টেকনাফের ইয়াবা গডফাদার জকিরসহ কতকগুলি ইয়াবা ব্যবসায়ী মায়ানমার থেকে ইয়াবা সংগ্রহ করে মহেশ খালী সাগর পথে বোট যোগে কক্সবাজারের চৌফদন্ডী ঘাট হয়ে ঈদগাঁও এর উদ্দেশ্যে প্রেরণ আসছিল। এমন তথ্যের ভিত্তিতে র্যাবের চৌকস দল কক্সবাজারের ঈদগাঁওয়ের ১নং ওয়ার্ডের আল মাছিয়া ফাজিল ডিগ্রী মাদ্রাসার মসজিদের সামনে পুকুরের পশ্চিম-উত্তর কর্নারে পাকা রাস্তার উপর চেকপোস্ট স্থাপন করে অভিযান চালায় র্যাব। এসময় অজ্ঞাতনামা দুইজন ব্যক্তি সিএনজি থেকে নেমে পালানোর চেষ্টা করলে র্যাব তাদের আটক করে। অভিযান চলাকালীন তাদের অপর এক সহযোগী পালিয়ে যায়। পরে আটকৃতদের দেহ ও ব্যাগ তল্লাশি করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়।
আটককৃতরা হলেন, টেকনাফ ৭নম্বর কচুবনিয়ার ছড়া হাজম পাড়া এলাকার মৃত সালেহ আহমদের ছেলে মো. জাকির আহমেদ ওরফে জকির (৩৯) ও একই এলাকার নুরুল বশরের ছেলে মো. ইসমাইল (৩৫)।
র্যাব আরো জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় আটক জকির টেকনাফ ও উখিয়া এলাকায় ইয়াবা গডফাদার হিসাবে পরিচিত এবং তিনি তার সহযোগীদের সাহায্যে বিভিন্ন সময়ে বিভিন্ন লোককে সীমান্তবর্তী মায়ানমার এলাকায় বন্ধক রেখে ইয়াবার বড় বড় চালান নিয়ে আসতো। আটক জকিরের বিরুদ্ধে মাদকসহ পাঁচটি ও অধিক মামলা রয়েছে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার শামসুল আলম খান বলেন, আটক আসামি ও উদ্ধার করা ইয়াবা কক্সবাজার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ইয়াবার বিরুদ্ধে অভিযান ধারাবাহিকভাবে চলমান থাকবে।