Logo
×

Follow Us

জেলার খবর

রুমায় মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু, আহত ১ সেনা সদস্য

Icon

বান্দরবান প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৩, ২৩:১৭

রুমায় মাইন বিস্ফোরণে যুবকের মৃত্যু, আহত ১ সেনা সদস্য

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি অঞ্চল। ছবি: সংগৃহীত

বান্দরবানের রুমায় মাইন বিস্ফোরণে স্থানীয় এক যুবক নিহত হয়েছেন। এছাড়া এক সেনা সদস্যসহ ২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

আজ বুধবার (১৭ মে) বিকেল ৩টার দিকে উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের স্লৌপি পাড়ায় মাইন বিস্ফোরণের এ ঘটনা ঘটে। 

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন হতাহতের ঘটনা নিশ্চিত করে বলেন, আনুষ্ঠানিকভাবে খবর পাইনি; তবে স্থানীয়দের মাধ্যমে ঘটনা জেনেছি।

তিনি জানান, আহতদের একজন থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান। অপর একজনকে বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তার নাম জানা যায়নি।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান,  মাইন বিস্ফোরণে এক সেনা সদস্যের হাতের কব্জি উড়ে গেছে। তাকে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নিয়ে যাওয়া হয়েছে।

থানচির স্থানীয় সাংবাদিক অনুপম মারমা জানান, মাইন বিস্ফোরণে আহত হয়ে দুজন স্থানীয় যুবক থানচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। তার মধ্যে জুয়েল ত্রিপুরা (২৭) নামে এক যুবক মারা যান।

আহত আরেক যুবক আব্রাহাম ত্রিপুরাকে (৩৫) বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তারা রুমা উপজেলার রেমাক্রিপ্রাংসা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিরাম পাড়ার বাসিন্দা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫