Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে ২০ মামলার আসামি ডাকু আলমগীর গ্রেপ্তার

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৩, ১৪:৫৫

ঝিনাইদহে ২০ মামলার আসামি ডাকু আলমগীর গ্রেপ্তার

ডাকাত সর্দার ডাকু আলমগীর। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

আন্ত:বিভাগের ডাকাত সর্দার ডাকু আলমগীরকে গ্রেপ্তার করেছে ঝিনাইদহ ডিবি পুলিশ। গতকাল সোমবার (২২ মে) রাতে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবির সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল।

আলমগীর ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের আলম শেখের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ মে) সকালে ঝিনাইদহ পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার আশিকুর রহমান জানান, গত ২১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি ঝিনাইদহের ঘোড়ামারা ও পবহাটি এলাকায় দুর্ধষ ডাকাতির ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা হলে ৯ জনকে গ্রেপ্তার করা হলেও মুল হোতা আলমগীর শেখ পলাতক ছিলেন। সোমবার রাতে তার অবস্থান শনাক্ত করে ফরিদপুরের কোতয়ালী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও জানান, আলমগীর নামে কুষ্টিয়া, গোপালগঞ্জ, নড়াইল, রাজবাড়ী, ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলায় ২০টির অধিক মামলা রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫