Logo
×

Follow Us

জেলার খবর

সিটি নির্বাচনে স্বামী মেয়র, স্ত্রী কাউন্সিলর প্রার্থী

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৩, ২২:৫৪

সিটি নির্বাচনে স্বামী মেয়র, স্ত্রী কাউন্সিলর প্রার্থী

সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী হয়েছেন মো. আব্দুল হানিফ কুটু। ছবি: সংগৃহীত

আসন্ন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে স্বামী ও সংরক্ষিত ওয়ার্ডে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন স্ত্রী। আলোচিত এই দম্পতি হলেন, মো. আব্দুল হানিফ কুটু ও নাজনীন আক্তার কনা।

সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল হানিফ কুটু স্বতন্ত্র হিসেবে মেয়র পদে প্রার্থী হয়েছেন। অন্যদিকে সংরক্ষিত ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর নাজনীন আক্তার আবারও কাউন্সিলর প্রার্থী হয়েছেন। নাজনীন আক্তার যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটিরও সদস্য।

আজ মঙ্গলবার (২৩ মে) তারা দুজন সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

সিসিক নির্বাচনে মেয়র পদে স্থানীয় ১০ জন নেতা আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী ছিলেন। তবে তাদের ডিঙিয়ে নৌকার মাঝি হয়েছেন যুক্তরাজ্যপ্রবাসী আনোয়ারুজ্জামান চৌধুরী। 

এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল হানিফ কুটু নির্বাচনে প্রার্থী হয়েছেন বলে জানিয়েছেন। অবশ্য তিনি দলীয় মনোনয়নপ্রত্যাশীর তালিকায় ছিলেন না। 

দলীয় মনোনয়নপ্রত্যাশীদের প্রায় সবাই আনোয়ারুজ্জামানের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার সময়ও অন্তত তিনজন উপস্থিত ছিলেন।

বেলা ১১টার দিকে রিটার্নিং অফিসার ফয়সল কাদিরের হাতে মনোনয়নপত্র জমা দেওয়ার পর উপস্থিত সাংবাদিকদের আব্দুল হানিফ কুটু বলেন, নগরবাসীকে সেবা দিতে সিলেট সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হয়েছি। আমি নির্বাচিত হলে নগরবাসীক নিয়ে যে সমস্যাগুলো রয়েছে, সেগুলো সমাধানের উদ্যোগ নেব। নগরবাসীর সব ধরনের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করব।

এদিকে ৭ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর নাজনীন আক্তার কনার সঙ্গে যোাগযোগের চেষ্টা করে মোবাইলে তাকে পাওয়া যায়নি।

মেয়র পদে স্বতন্ত্র সাতজন ও দলীয় চারজনসহ মোট ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছেন সিসিক নির্বাচনের রিটার্নিং অফিসার কার্যালয়ের গণমাধ্যম কর্মকর্তা সৈয়দ কামাল হোসেন।

তিনি আরও জানান, সংরক্ষিত ৭ নম্বর (সাধারণ ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ড) ওয়ার্ডে চারজন নারী কাউন্সিলর প্রার্থী হয়েছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫