Logo
×

Follow Us

জেলার খবর

শরীয়তপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৩, ১৩:১৩

শরীয়তপুরে বজ্রপাতে একজনের মৃত্যু

বজ্রপাত। প্রতীকী ছবি

শরীয়তপুরের গোসাইরহাটে বজ্রপাতে মোহাম্মদ মাইনুদ্দিন মান্দ (২৭) নামে একজনের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার (২৩ মে) বিকেলে উপজেলার কোদালপুর ইউনিয়নের রশিদ সরদার পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ভেদরগঞ্জ উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ৭ নং ওয়ার্ড ঢালি কান্দি এলাকার মৃত ছাত্তার মান্দের ছেলে। মাইনুদ্দিন কোদালপুর ইউনিয়নে জমি কিনে বসবাস করতেন।

নিহতের বড় বোন সাফিয়া বেগম বলেন, আমার ভাই পাশের বাড়ি থেকে গবাদিপশুর জন্য ভাতের মার আনতে গিয়ে ফেরার পথে বজ্রপাতে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আসলাম সিকদার মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫