
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুল্টা শহীদ এম মুনসুর আলী ডিগ্রি কলেজের গেট ধসে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ২ জন। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার পরপর তাড়াশ ফায়ার সার্ভিস ও স্থানীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।
নিহতরা হলেন- গাবর গ্রামের মৃত জাহারুল্লার ছেলে তোজাম (৫৫), বস্তুল গ্রামের সুলতান হোসেনের ছেলে রাশিদুল ইসলাম (৩০), বগুড়ার শেরপুর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে আসিফ (১২) এবং শাহজাদপুর উপজেলার বাসিন্দা গরু ব্যাপারী খাদেম আলী (৫০)। আহত দুজন তালম ইউনিয়নের তালম গ্রামের শাহিনুরের ছেলে বাবু (২৩) ও লাউসন গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে শফিকুল ইসলাম (৩১)।
প্রতক্ষ্যদর্শীরা জানান, মঙ্গলবার গুল্টাবাজারের হাটবার। এ কলেজ চত্বরেও গোহাট বসে। বিকেল ৪টার দিকে গেট ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে।
কলেজের একজন প্রভাষক দাবি করেন, সৌন্দর্য বর্ধন করার জন্য তিন মাস আগে নিম্নমানের গেটটি নির্মাণ করা হয়। নিম্নমানের কাজ করার ফলে এ দুর্ঘটনা ঘটেছে।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
তাড়াশ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইফফাত জাহান বলেন, এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হবে।