শিমুলিয়া-কাঁঠালবাড়ি নৌরুটে ফেরি চলাচল বন্ধ

প্রতিনিধি, মুন্সীগঞ্জ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪২

ফাইল ছবি
পদ্মায় নাব্যতা সংকট ও স্রোতের তীব্রতার কারণে পদ্মার শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌরুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। আজ রবিবার ভোররাত সাড়ে ৩টা থেকে এ রুটের লৌহজং টার্নিং পয়েন্টে ১৭টি ফেরি বন্ধ আছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক নাসির মোহম্মদ চৌধুরী এ তথ্য জানান।
বিআইডব্লিউটিসির কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানিয়েছে, কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটের চ্যানেলে নাব্যতা সংকট তীব্র আকার ধারণ করেছে। এদিকে চ্যানেল পার হয়ে মূল নদীতে গেলে পরতে হচ্ছে তীব্র স্রোতের কবলে। ফলে ফেরিগুলো চ্যানেল পার হয়ে মূল নদীতে ঢুকতে পারছে না। গত রাত ৩টা থেকে এ সংকট প্রকট আকার ধারণ করেছে। এ কারণে বন্ধ রয়েছে ফেরি চলাচল।
নাসির মোহাম্মদ চৌধুরী বলেন, ‘নাব্য সংকটে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কয়েকদিন ধরে এই রুটে নাব্য সমস্যা চলমান রয়েছে। ফেরি চলাচলের জন্য গভীরতা প্রয়োজন সাড়ে সাত থেকে আট ফুট। বর্তমানে লৌহজং টার্নিং পয়েন্টে গভীরতা আছে সাড়ে পাঁচ ফুট। এই গভীরতায় ফেরি চালনা করা যায় না।’
ফেরি চলাচল বন্ধ থাকায় সকাল ৯টার দিকে লৌহজং উপজেলার শিমুলিয়া ঘাটে পাঁচ শতাধিক গাড়ি পারের অপেক্ষায় থাকতে দেখা গেছে। এর মধ্যে প্রাইভেটকার, বাস ও ট্রাকের সংখ্যাই বেশি।