Logo
×

Follow Us

জেলার খবর

প্রধানমন্ত্রীকে সম্পর্কে বিএনপি নেতার ‘অশালীন’ বক্তব্য, গ্রেপ্তার ৩

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ২৭ মে ২০২৩, ২৩:২৪

প্রধানমন্ত্রীকে সম্পর্কে বিএনপি নেতার ‘অশালীন’ বক্তব্য, গ্রেপ্তার ৩

প্রধানমন্ত্রীকে সম্পর্কে বিএনপি নেতার ‘অশালীন’ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ। ছবি: নোয়াখালী প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্পর্কে ‘অশালীন’ বক্তব্য দেওয়ার অভিযোগে উঠেছে নোয়াখালীর সেনবাগের ছাতারপাইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক আবদুর রহমানের বিরুদ্ধে। 

ঘটনার পর থেকে তিনি পলাতক থাকলেও তার ছেলে নাজমুল হাসান হৃদয় (২৩), ভাগিনা ইসমাইল হোসেন রাকিব (২২) ও জুনায়েদ হোসেন (২৪) নামের তিনজনকে আটক করেছে পুলিশ। এদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে বলে দাবি পুলিশের।

আজ শনিবার (২৭ মে) দুপুর আড়াইটার দিকে তিন জনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী।

স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় ছাতারপাইয়া বাজারে নিজস্ব মার্কেটের দ্বিতীয় তলার একটি কক্ষে উপজেলা সেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের নিয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়। 

সেখানে বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান আবদুর রহমানের দেওয়া ১মিনিট ৫৪ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়েছে। যেখানে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে অশালীন বক্তব্য দেন বলে অভিযোগ।

এদিকে ভিডিওটি ছড়িয়ে পড়লে, তা প্রশাসনের নজরে আসে। পরে গতকাল শুক্রবার (২৬ মে) দিনব্যাপী তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় সেনবাগ থানা পুলিশ। কিন্তু সে আত্মগোপনে চলে যায়। 

ভিডিওতে আবদুর রহমান বলেন, ‘উনি একজন বাংলাদেশের প্রধানমন্ত্রী, অনান্য দেশের কোনো প্রধানমন্ত্রী যদি কোথাও সফরে যায় ফুলেল মালা দিয়ে তাকে বরণ করা হয়। আর আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী যখন আমেরিকা যায় জুতার মালা দিয়ে তাকে বরণ করা হয়। আমি মনি করি এখন শেখ হাসিনা বিএনপিকে বিরোধী দল মনে করেন না, শেখ হাসিনা মনের করতেছেন বিরোধী দল মনে হয় আমেরিকা।’

এ ঘটনায় চেয়ারম্যান আবদুর রহমানকে গ্রেপ্তার করে আইনের আওয়ায় আনার দাবি জানিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

এদিকে সেনবাগ উপজেলায় ছাতারপাইয়া ইউনিয়নে শনিবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের উদ্যোগে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত। এতে বক্তব্যরা বিএনপি নেতা চেয়ারম্যান আবদুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে অশালীন বক্তব্য দেওয়ার পর থেকে তাকে গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে তার ছেলে নাজমুল হাসান হৃদয়সহ তিনজনকে শুক্রবার রাতে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে রাজনৈতিক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতদের শনিবার দুপুরে বিচারিক আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫