Logo
×

Follow Us

জেলার খবর

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৭:৫৯

পিরোজপুরে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

প্রতীকী ছবি

পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইয়ান হাসান খান নামে কিশোর শ্রমিকের মৃত্যু হয়েছে।

আজ সোমবার (২৯ মে) দুপুর ১২ টার দিকে উপজেলার দক্ষিণ ইদুরকানীর মিলবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, নিহত ইয়ান হাসান খান (১৫) উপজেলার টগড়া গ্রামের কামাল খানের ছেলে। সাথে থাকা দুই সহযোগী মো. হাফিজুর রহমান ও জিহাদ শেখ জানান, আমরা ডাবের ব্যবসা করি। প্রতিদিনের মত আজকে মিলবাড়ীর মো. সিদ্দিক হাওলাদারের বাড়িতে ডাব ক্রয় করতে ঢোকার সময় বৈদ্যুতিক খুঁটি থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে থাকা তার সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় ইয়ান। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয় গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. বিশ্বজিৎ রায় মৃত ঘোষণা করেন। ইয়ান হাসান খান টগড়া দারুল ইসলাম কামিল মাদ্রাসার ৮ম শ্রেণির ছাত্র।

ইদুরকানী পল্লী বিদ্যুৎ ইনচার্জ মো. ইসলাম জানান, দক্ষিণ ইদুরকানী ২৪০ ভোল্ট পল্লী বিদ্যুৎ লাইনের তার কিভাবে ছিঁড়ে পড়ে গেছে জানা নেই। তবে দুর্ঘটনার পরে আমাদের কাছে দুপুর ১২টার দিকে এক ব্যক্তি ফোন করলে তাৎক্ষণিক লাইন বন্ধ করে দেই।

ইন্দুরকানী থানার ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫