Logo
×

Follow Us

জেলার খবর

পদ্মায় বালুদস্যুদের বিরুদ্ধে নৌ-র‍্যালি

Icon

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৯ মে ২০২৩, ১৮:৫৩

পদ্মায় বালুদস্যুদের বিরুদ্ধে নৌ-র‍্যালি

অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে নৌ-র‍্যালি। ছবি: মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে নৌ-র‍্যালি করেছে আওয়ামী লীগ।

আজ সোমবার (২৯ মে) বেলা ১১টার দিকে নৌ-র‍্যালি উপজেলার ভূমি অফিস থেকে পদ্মা সেতু পর্যন্ত গিয়ে ফিরে আসে। এসময় অবৈধভাবে বালু উত্তোলন করতে আসা শত শত বাল্কহেড পালিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের নিয়ে নৌ-র‍্যালি ও প্রতিবাদ সমাবেশে নেতৃত্ব দেন মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গীবাড়ি) আসনের সংসদ সদস্য সাগুফতা ইয়াসমিন এমিলি।

অর্ধশত ট্রলারে সহস্রাধিক মানুষ নৌ-র‍্যালিতে অংশ নেয়। এসময় তারা নানা স্লোগান দেয় ও বালু উত্তোলন করতে আসা বাল্কহেডকে ধাওয়া করে পিছু হটিয়ে দেয়।

নৌ-র‍্যালিতে টঙ্গীবাড়ি উপজেলার সন্তান ও ইংলিশ চ্যানেল বিজয়ী সাঁতারু মোশারফ হোসেন, জেলা পরিষদের সদস্য সিরাজুল ইসলাম মৃধা, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফাজ্জল হোসেন তপন, মহিলা ভাইস চেয়ারম্যান রিনা ইসলাম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান, শেখ আনোয়ার হোসেন, বিএম শোয়েবসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, বিশিষ্টজন নৌ-র‍্যালিতে অংশ নেন।

র‍্যালি শেষে মুন্সীগঞ্জ-২ আসনের সাংসদ সাগুফতা ইয়াসমিন এমিলি সাংবাদিকদের জানান, পদ্মায় অবৈধভাবে বালু উত্তোলন করলে কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা প্রতিনিয়ত পদ্মায় টহল রাখবো যাতে নদীতে বালু কাটতে কেউ না পরে। আমাদের লৌহজংকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। ফলে সকলে কাঁধে কাঁধ মিলিয়ে বালুদস্যুদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫