জিয়ার মৃত্যুবার্ষিকীর খাদ্য বিতরণে ছাত্রলীগের হামলার অভিযোগ

যশোর প্রতিনিধি
প্রকাশ: ৩০ মে ২০২৩, ২২:০৭

হামলায় আহত ছাত্রদল নেতা। ছবি: যশোর প্রতিনিধি
যশোর সরকারি এম এম বিশ্ববিদ্যালয় কলেজে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে খাদ্য বিতরণে সময় হামলা চালিয়ে ছাত্রলীগ নেতাকর্মীরা।
এ ঘটনায় কলেজ ছাত্রদলের ৬ নেতাকর্মী আহত হয়েছেন। তারা হলেন- শাখা ছাত্রদলের আহ্বায়ক হাসান ইমাম (৩২), সদস্য সচিব কামরুল ইসলাম (২৮), যুগ্ম আহ্বায়ক জাহিদুল ইসলাম বিল্টু (২৬) ও টিটন তরফদার (২৬), কর্মী সাদিকুর রহমান (২৪) ও আশিক হোসেন (২২)।
এর মধ্যে হাসান ইমাম যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। বাকিরা প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেছেন।
আজ মঙ্গলবার (৩০ মে) বিকেল ৩টার দিকে কলেজের মসজিদ গেট এলাকায় জিয়াউর রহমানের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল শেষে খাবার বিতরণের সময় এ হামলা হয়।
আহত ছাত্রদল নেতা হাসান ইমামের অভিযোগ, দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ চলছিলো। এ সময় কলেজ ছাত্রলীগ নেতা ওহিদুল ইসলাম রাব্বির নেতৃত্বে দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায় এবং মারপিট করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের ইনচার্জ ডা. আব্দুর রশিদ জানান, আহতদের মধ্যে একজনকে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।
পরে হামলায় আহত ছাত্রদল নেতা হাসান ইমামকে দেখতে হাসপাতালে যান বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত। এসময় তিনি তার চিকিৎসার খোঁজ খবর নেন।
হামলার অভিযোগের বিষয়ে জানতে ছাত্রলীগ নেতা রাব্বীর মুঠোফোনে যোগাযোগ করা হলে তা বন্ধ পাওয়া যায়।
এদিকে জেলা ছাত্রলীগের সভাপতি সালাউদ্দিন কবির পিয়াস বলেন, কলেজে ছাত্রলীগের কোনো কমিটি নেই। ছাত্রলীগের যারা কর্মী আছে তারা এই কাজ করতে পারে না।
তিনি দাবি করেন, ছাত্রদলের অভ্যন্তরীণ কোন্দলে নিজেরা এই ঘটনা ঘটিয়ে ছাত্রলীগের ওপর দায় চাপাচ্ছে।
যশোর কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল আলম বলেন, আমরা একজনের আহত হওয়ার ঘটনা শুনেছি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।