Logo
×

Follow Us

জেলার খবর

কক্সবাজারে ওসির নাম্বার ক্লোন করে চাঁদা দাবি

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৩, ১৫:০৫

কক্সবাজারে ওসির নাম্বার ক্লোন করে  চাঁদা দাবি

কক্সবাজার সদর মডেল থানা। ছবি: কক্সবাজার প্রতিনিধি

ওসির নাম্বার ক্লোন করে কক্সবাজার পৌর নির্বাচনে অংশ নেওয়া মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের কাছ থেকে চাঁদা দাবি করা হয়েছে বলে জানা গেছে। কক্সবাজার সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলামের সরকারি মোবাইল ফোন নাম্বার ক্লোন করে চাঁদা দাবি করেছে একটি চক্র।

গতকাল বুধবার (৩১ মে) সন্ধ্যায় কক্সবাজার সদর মডেল থানার অফিসিয়াল ফেসবুক পেইজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এ বিষয়ে সকলকে সতর্ক করা হয়।

স্ট্যাটাসে লেখা রয়েছে, কক্সবাজার পৌরবাসীর সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ওসি কক্সবাজার মডেল থানার সরকারি মোবাইল নাম্বার (01320-108471) ক্লোন করে অসৎ উদ্দেশ্যে কে বা কারা আসন্ন কক্সবাজার পৌর নির্বাচন উপলক্ষে প্রার্থীদের কাছে টাকা দাবি করছে। ওসি কক্সবাজার মডেল থানার সঙ্গে যোগাযোগ করার সময় উল্লেখিত সরকারি নাম্বারটি যাচাই করে যোগাযোগ করার জন্য এবং সতর্ক থাকার জন্য অনুরোধ করা হলো। এছাড়াও ওই নাম্বার ব্যবহার করে কেউ কোনো টাকা দাবি করলে, মডেল থানার ডিউটি অফিসারের নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

এ বিষয়ে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম বলেন, আমরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থাগ্রহণ করছি৷ পাশাপাশি সবাইকে সতর্ক থাকতে বলেছেন ওসি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫