Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে ১৪৪ ধারা জারি, নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০২ জুন ২০২৩, ১৫:০১

ময়মনসিংহে ১৪৪ ধারা জারি, নির্বাচনী সকল কার্যক্রম বন্ধ

স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপ। ছবি: ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহের তারাকান্দা উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর কার্যালয়ে গুলিবর্ষণ ও ককটেল নিক্ষেপের ঘটনায় ময়মনসিংহের তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

আজ শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে তারাকান্দা বাজার এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়, চলবে ৫ জুন সকাল ৬টা পর্যন্ত।

তারাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজাবে রহমত বলেন, শুক্রবার (২ জুন) সকাল ৬টা থেকে ১৪৪ ধারা কার্যক্রম শুরু হয়। এই কার্যক্রম বলবত থাকবে ৫ জুন সকাল ৬টা পর্যন্ত। এই সময়ে সকল প্রার্থীর নির্বাচনী কার্যক্রম বন্ধ থাকবে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (১ জুন) সন্ধ্যার পর উপজেলার তারাকান্দা বাজারে থানার সামনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট ফজলুল হকের সমর্থক ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা মিছিল নিয়ে এসে স্বতন্ত্র প্রার্থী ঘোড়া প্রতীকের নুরুজ্জামান সরকারের কার্যালয়ে হামলা চালান। এসময় ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে স্বতন্ত্র প্রার্থী নুরুজ্জামান সরকারের ১৫ কর্মী আহত । আহতদের মাঝে ১০ জন গুলিবিদ্ধ । এই ঘটনার প্রতিবাদে নুরুজ্জামান সরকারের সমর্থকরা সড়কে টায়ার জ্বালিয়ে তিন ঘণ্টা ময়মনসিংহ-শেরপুর ও ময়মনসিংহ-হালুয়াঘাট সড়ক অবরোধ করে রাখে। পরে গুলিবিদ্ধ দশজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বৃহস্পতিবার রাতেই ঢাকার পুঙ্গ হাসপাতালে স্থানান্তর করা হয়।

তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়ের বলেন, দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে হামলার ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তবে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়ায় উপজেলা প্রশাসন তারাকান্দা বাজার এলাকায় ১৪ ধারা জারি করেছে। তবে, গতকাল রাতের ঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ করেনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫