Logo
×

Follow Us

জেলার খবর

রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসাছাত্রকে গুলি করে খুন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১৩:১৪

রোহিঙ্গা ক্যাম্পে মাদ্রাসাছাত্রকে গুলি করে খুন

রোহিঙ্গা ক্যাম্প। ফাইল ছবি

রোহিঙ্গা ক্যাম্পে বশির আহমেদ (১৯) নামে এক মাদ্রাসাছাত্রকে গুলি করে হত্যা করেছে রোহিঙ্গা আরসা সন্ত্রাসীরা। 

আজ সোমবার (৫ জুন) সকালে কক্সবাজারের উখিয়া উপজেলার  রাজাপালং ইউনিয়নের কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের ব্লক সি-৬ এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত বশির কুতুপালং ৬ নম্বর ক্যাম্পের সি-৬ ব্লকের মৃত রহমত উল্লাহর ছেলে।

সোমবার দুপুর ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী। 

তিনি বলেন, ৬ নম্বর ক্যাম্পে রোহিঙ্গা আরসা সন্ত্রাসী সাদ্দামের নেতৃত্বে ৮/১০ জন আরসা সদস্য একত্রিত হয়ে মাদ্র্রাসাছাত্র বশিরকে গুলি করে পালিয়ে যায় বলে জেনেছি। পরবর্তীকালে এপিবিএন ও পুলিশের একটি টিম ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ বশিরের মরদেহ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়  সেখানেই চিকিৎসক বশিরকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। অপরাধীদের ধরতে ক্যাম্প এলাকায় তৎপর রয়েছে পুলিশ ও এপিবিএনের একাধিক টিম।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫