Logo
×

Follow Us

জেলার খবর

যশোরে ২৬ স্বর্ণের বার উদ্ধার

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ০৫ জুন ২০২৩, ১৩:৫৩

যশোরে ২৬ স্বর্ণের বার উদ্ধার

বিজিবির অভিযানে উদ্ধারকৃত স্বর্ণের বার। ছবি: যশোর প্রতিনিধি

যশোরের চৌগাছা উপজেলার কাবিলপুর সীমান্ত থেকে ৩ কেজি ২৩ গ্রাম ওজনের ২৬ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে বিজিবি। যার আনুমানিক মূল্য ৩ কোটি ২ লাখ ৩০ হাজার টাকা।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যা আজ সোমবার (৫ জুন) সকাল ৯টার দিকে কাবিলপুর সীমান্তে দুইজন সন্দেহজনক ঘোরা ফেরা করতে দেখে তাদের চ্যালেঞ্জ করে। এসময় তারা তাদের কোমরে বাধা গামছা খুলে ফেলে পালিয়ে যায়। তাদের ধাওয়া করা বিজিবির সদস্যরা গামছার মধ্যে স্কচটেপ দিয়ে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২৬টি সোনার বার উদ্ধার করে।

উদ্ধারকৃত সোনা শুল্ক গুদামে জমা দেওয়া হয়েছে বলেও জানায় বিজিবি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫