Logo
×

Follow Us

জেলার খবর

মেয়েকে উত্ত্যক্ত ও হামলার বিচার চেয়ে রাস্তায় ইউপি চেয়ারম্যান

Icon

নোয়াখালী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১৫:৪৩

মেয়েকে উত্ত্যক্ত ও হামলার বিচার চেয়ে রাস্তায় ইউপি চেয়ারম্যান

উত্ত্যক্ত ও হামলার প্রতিবাদে মানববন্ধন। ছবি: নোয়াখালী প্রতিনিধি

মাদ্রাসা পড়ুয়া মেয়েকে উত্ত্যক্ত ও উত্ত্যক্তর প্রতিবাদ করায় ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন পালিত হয়েছে।

আজ বুধবার (৭ জুন) সকালে কবিরহাটের ধানশালিক বাজারে এই মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে স্থানীয় জনপ্রতিনিধি, এলাকাবাসী, বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থীসহ প্রায় ২ সহস্রাধিক মানুষ অংশগ্রহণ করেন।

মানববন্ধনে ধানশালিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন বলেন, আমার মেয়ে চাপরাশিরহাট এ রব সিনিয়র ফাজিল মাদ্রাসায় নবম শ্রেণিতে পড়ে। মাদ্রাসায় আসা-যাওয়ার পথে স্থানীয় সন্ত্রাসী আতিক উল্লাহর নেতৃত্বে বখাটে আকাশ একরাম, দিপু ও টুটুলসহ কয়েকজন আমার মেয়েকে উত্ত্যক্ত করতো। তারা নানাভাবে যৌন হয়রানিসহ বিভিন্ন কুপ্রস্তাব দেন। এতে রাজি না হলে অ্যাসিড মারারও হুমকি দেন। বিষয়টি জানালে আমার ছেলে অভিযুক্তদের জিজ্ঞাসা করতে যান। এসময় বখাটেরা ছেলেকে বেধড়ক মারধর করেন। খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই এবং চাপরাশিরহাট ইউনিয়নের চেয়ারম্যান মহিউদ্দিন টিটুকে জানালে তিনিও আসেন। পরে ওই চেয়ারম্যানের সামনে বখাটেরা কয়েকজন মিলে আমাদের ওপর লাঠিসোটা ও লোহার রড নিয়ে হামলা চালায়। আমার ছেলেকে রড দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করেন এবং আমি লাঞ্ছিত হই। হামলায় আমার ছেলে আবু বক্কর ছিদ্দিক জিহাদ গুরুত্বর আহত হন। এ বিষয়ে কবিরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছি।

এসময় তিনি ইভটিজিং ও হামলার ঘটনায় স্থানীয় সংসদ সদস্য সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের হস্তক্ষেপ ও প্রশাসনের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫