Logo
×

Follow Us

জেলার খবর

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুন ২০২৩, ১৯:১০

গাজীপুরে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ

ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ। ছবি: গাজীপুর প্রতিনিধি

গাজীপুর টঙ্গীতে আলোচিত শরীফ হোসেন রিফাত (১৯) নামে এক যুবকের হত্যার ঘটনায় অভিযুক্তদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন নিহতের স্বজন ও এলাকাবাসী।

আজ বুধবার (৭ জুন) বিকাল ৫ টা ৩০ মিনিট থেকে সন্ধ্যা সাড়ে ৬টা ৩০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এরশাদনগর এলাকায় অংশ অবরোধ করে এই বিক্ষোভ করেন নিহতের স্বজন ও এলাকাবাসী। 

এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পূর্ব পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়৷ পরে টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলামের আশ্বাসে ভুক্তভোগী স্বজন ও এলাকাবাসী মহাসড়ক থেকে সরে যান। 

নিহত স্বজনদের দাবি রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় দুদিন অতিবাহিত হলেও পুলিশ অভিযুক্ত দুজনের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি।  

টঙ্গী পূর্ব থানা অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, নিহত স্বজনরা অভিযুক্তদের বিচারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছিল পরে তাদের আশ্বস্ত করে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে। খুব দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫