Logo
×

Follow Us

জেলার খবর

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ০৮ জুন ২০২৩, ১৫:৪৮

ঝিনাইদহে বিএনপির অবস্থান কর্মসূচিতে পুলিশি বাধা

পুলিশি বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। ছবি: ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পুলিশি বাধায় অবস্থান কর্মসূচি পালন করতে পারেনি বিএনপি। দেশে অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবাদে আজ বৃহস্পতিবার (৮ জুন) সকালে শহরের বিদ্যুৎ অফিসের পাশে তসলিমা ক্লিনিকের সামনে জড়ো হয় বিএনপির নেতাকর্মীরা। 

সেখান থেকে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান নিতে গেলে পুলিশ বাধা দেয়। পুলিশি বাধায় সেখানে বিক্ষোভ সমাবেশ করেন তারা। এতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক সাজেদুর রহমান পপ্পুসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

সমাবেশে সরকারের ব্যার্থতার কারণে বিদ্যুতের এই ভয়াবহ পরিস্থিতি উল্লেখ করে সরকারকে পদত্যাগ করার দাবী জানান। দ্রুত বিদ্যুতের সমস্যার সমাধান না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

সমাবেশ শেষে মিছিলযোগে বিদ্যুৎ অফিসে স্মারকলিপি দিতে গেলে তাতেও বাধা দেয় পুলিশ। পরে বিএনপির কয়েকজন প্রতিনিধি গিয়ে স্মারকলিপি প্রদান করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫