Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে জামায়াতের ৫ নেতা আটক

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৩, ১৩:৫৮

বরিশালে জামায়াতের ৫ নেতা আটক

আটককৃত জামায়াতের পাঁচ নেতা-কর্মী। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল নগরীতে গোপন বৈঠক থেকে জামায়াতের পাঁচ নেতা-কর্মীকে আটক করেছে মেটোপলিটন কাউনিয়া থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৯ জুন) গভীর রাতে তাদের নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিল থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- কাউনিয়া থানা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান, নগরীর ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি সাইফুল ইসলাম, ৫ নম্বর ওয়ার্ডের সভাপতি ফেরদৌস গাজী, একই ওয়ার্ডের সেক্রেটারি মো. ইব্রাহিম ও সক্রিয় কর্মী সাইফুল ইসলাম।

কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান মুকুল জানান, নগরীর কাউনিয়া সাধুর বটতলা এলাকার হাওলাদার মঞ্জিলের দোতলায় একটি বাসায় জামায়াতের নেতারা গোপন বৈঠক করেছিলেন। এ খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করা হয়েছে।

তিনি জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে নতুন করে কোন মামলা হয়নি। তাদেরকে পূর্বের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫