নারায়ণগঞ্জে অস্ত্রসহ তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ্তার

প্রতিনিধি, নারায়ণগঞ্জ
প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০১৯, ১৫:২৫
নারায়ণগঞ্জে অস্ত্রসহ সালাউদ্দিন সালু নামের এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।
গত শনিবার দিনগত রাতে বন্দরের বাগবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) আজহারুল ইসলাম সাম্প্রতিক দেশকালকে জানান, সালু বন্দর থানা পুলিশের তালিকাভুক্ত সাত নম্বর সন্ত্রাসী। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকসহ বিভিন্ন আইনে একাধিক মামলা রয়েছে।
তিনি আরো জানান, আজ রবিবার ভোরে সালাউদ্দিনের দেওয়া তথ্য অনুযায়ী অভিযান চালিয়ে একটি রিভলবার ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়। ওই সময় ডিবি পুলিশের ওপর সালু বাহিনী হামলা চালালে আত্মরক্ষার্থে পুলিশ কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে নাহিদ (২৮) নামের একজন গুলিবিদ্ধ হন।
ডিবির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান সাম্প্রতিক দেশকালকে জানান, সালুকে ধরতে বাগবাড়িতে অভিযান চালানোর সময় তার সহযোগীরা ডিবি পুলিশের ওপর হামলা চালায়। ওই সময় ডিবি পুলিশের একটি গাড়ি ভাঙচুর করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডিবি পুলিশ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। তখন তাঁর সহযোগীরা পিছু হটলে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী, একটি বিদেশি রিভলবার ও চার রাউন্ড গুলি জব্দ করা হয়।