পাচারকারীদের ফেলে যাওয়া বস্তায় প্রায় ৪ লাখ ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ১৯:৫৩

পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ছবি: কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে মাদক পাচারকারীদের ফেলে যাওয়া বস্তা থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শুক্রবার (১৬ জুন) ভোরে উপজেলার সাবরাং আশিকানিয়া নামক এলাকা থেকে ইয়াবাগুলো জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে টেকনাফ ব্যাটালিয়ন-২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ জানান, রাতে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপির নিয়ন্ত্রণাধীন আশিকানিয়া এলাকা দিয়ে মিয়ানমার থেকে মাদকের একটি বড় চালান বাংলাদেশে আসবে বলে খরব পাওয়া যায়।
এই তথ্যের ভিত্তিতে বিজিবির সদস্যরা কেওড়া বাগানে কৌশলগত অবস্থান নেন। এ সময় ৩ জন ব্যক্তিকে বস্তা মাথায় নিয়ে নাফ নদী পার হয়ে সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৫০০ মিটার বাংলাদেশের অভ্যন্তরে আশিকানিয়া লবণের মাঠের দিকে আসতে দেখা যায়।
তাদের গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবির সদস্যরা চ্যালেঞ্জ করে। এ সময় টহলদলের উপস্থিতি বুঝতে পেরে বস্তাগুলো ফেলে রাতের অন্ধকারে পাশের বাগানের ভেতর দিয়ে পালিয়ে যায় পাচারকারীরা।
পরে বিজিবির সদস্যরা ওই স্থানে তল্লাশি করে তিনটি প্লাস্টিক ব্যাগের ভেতর থেকে ৩ লাখ ৮০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। তবে এ ঘটনায় কোনো মাদক পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।
বিজিবি অধিনায়ক আরও জানান, চোরাকারবারিদের শনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে এবং উদ্ধারকৃত ইয়াবা বিজিবির ব্যাটালিয়ন দপ্তরে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মাদকগুলো ধ্বংস করা হবে বলে জানান এই কর্মকর্তা।