‘বিদ্যুৎখাতে দুর্নীতির কারণে মোমবাতির কদর বেড়েছে’

বরিশাল প্রতিনিধি
প্রকাশ: ১৬ জুন ২০২৩, ২২:২০
বরিশালে পদযাত্রা কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। ছবি: বরিশাল প্রতিনিধি
অসহনীয় লোডশেডিং ও বিদ্যুৎখাতে দুর্নীতির প্রতিবাদসহ দশ দফা দাবিতে বরিশালে পদযাত্রা কর্মসূচি পালন করেছে মহানগর বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শুক্রবার (১৬ জুন) সকাল ১১টায় নগরীর সদর রোডে বিএনপি কার্যালয়ের সামনে থেকে পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি সদর রোড, ফজলুল হক এভিনিউ, লঞ্চঘাট হয়ে বান্দরোডে মেরিন ওয়ার্কশপের সামনে গিয়ে শেষ হয়।
পদযাত্রা পূর্বক সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন— বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ, মহানগর বিএনপি সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলী হায়দার বাবুল, যুগ্ম আহ্বায়ক জিয়াউদ্দিন সিকদার, কেএম শহিদুল্লাহ।
এসময় আবু নাসের মুহাম্মদ রহমতউল্লাহ বলেন, ‘আগের দিনের মত মানুষ বিলুপ্ত হয়ে যাওয়া হারিকেন খুঁজে পাচ্ছেনা, বর্তমানে মোমবাতির কদর বেড়ে গিয়েছে। বিদ্যুৎখাতের ব্যাপক দুর্নীতির জন্য আজকে দেশ এই অবস্থায় দাঁড়িয়েছে। এ পদযাত্রার মাধ্যমে আমরা এই ভোটচোর সরকারকে হটাবো এবং নির্দলীয় সরকার ব্যবস্থা করেই ঘরে ফিরবো।’
সমাবেশে অন্য বক্তারা বলেন, ‘বর্তমান অবৈধ সরকারের অধীনে আর কোন নির্বাচন বাংলার জনগণ দেখতে চায়না। তাই অবিলম্বে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশে একটি সুষ্ঠু—শান্তিপূর্ণ নির্বাচন আদায় না করা পর্যন্ত বিএনপি দেশবাসীকে সাথে নিয়েই আন্দোলন করবে।’
বরিশাল মহানগর বিএনপির সদস্য সচিব মীর জাহিদুল কবির জাহিদের সঞ্চালনায় অনুষ্ঠিত পদযাত্রা কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম ফরিদ, আফরোজা খানম নাসরিন, মহানগর শ্রমিক দলের আহ্বায়ক ফয়েজ আহমেদ খান, সদস্য সচিব শহিদুল ইসলাম, মহানগর মহিলা দল সভাপতি অধ্যাপক ফারহানা তিথি, মহানগর যুব দল সভাপতি আকতারুজ্জামান শামীম, মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করীম রনি, সম্পাদক হুমাউন কবির প্রমুখ।
সমাবেশের পূর্বে সকাল থেকেই নগরীর ত্রিশটি ওয়ার্ড থেকে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সদর রোডে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হয়। বিএনপির এই সমাবেশকে ঘিরে সদর রোডসহ নগরীর গুরুত্বপূর্ণ সড়ক এবং মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন ছিলো।