Logo
×

Follow Us

জেলার খবর

সাংবাদিক নাদিম হত্যা: অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

Icon

পঞ্চগড় প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১১:৪০

সাংবাদিক নাদিম হত্যা: অভিযুক্ত চেয়ারম্যান বাবু আটক

চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু। ছবি: সংগৃহীত

পঞ্চগড়ের দেবীগঞ্জ থেকে বহুল আলোচিত জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার মাস্টারমাইন্ড মাহমুদুল আলম বাবুকে আটক করেছে র‍্যাব।

আজ শনিবার (১৭ জুন) ভোর ৫টার দিকে র‍্যাবের একটি টিম উপজেলার চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন।

দেবীগঞ্জ থানা সূত্র জানায়, চর তিস্তাপাড়া এলাকার মোন্তাজ আলী ও মিস্টার নামক দুই ব্যক্তির বাড়ি থেকে বাবুসহ তিনজনকে আটক করা হয়। তাদের মধ্যে আত্মীয়ের সম্পর্কে রয়েছে। র‍্যাবের ইন্টিলিজেন্স উইং এই অভিযান পরিচালনা করেন এবং র‍্যাব-১৩ পুরো অভিযানে সহযোগিতা করেন বলে জানায় সূত্রটি।

প্রসঙ্গত, বুধবার (১৪ জুন) রাত সাড়ে ১০টার দিকে বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় হামলার শিকার হন গোলাম রব্বানী নাদিম। সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে ১০-১২ জন তার ওপর মামলা করে। পরে স্থানীয় এক সাংবাদিকসহ কয়েকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। রাত দেড়টার দিকে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়। সকালে উন্নত চিকিৎসার জন্য মমেক হাসপাতালে পাঠানো হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে তার মৃত্যু হয়। এঘটনায় অভিযুক্ত চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫