Logo
×

Follow Us

জেলার খবর

বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৩, ১৭:০৬

বাবু চেয়ারম্যানের ছেলে রিফাতকে ছাত্রলীগ থেকে বহিষ্কার

বাবু চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাত। ছবি: জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রব্বানী নাদিম হত্যার সাথে সরাসরি জড়িত বাবু চেয়ারম্যানের ছেলে ফাহিম ফয়সাল রিফাত ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি বকশীগঞ্জ উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ছিলেন।

আজ শনিবার (১৭ জুন) বেলা সাড়ে ৩টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি ছাত্রলীগের সভাপতি খাবীরুল ইসলাম খান ও সাধারণ সম্পাদক নাফিউল করিম রাব্বির যৌথস্বাক্ষরে তাকে সাময়িক বহিষ্কার করা হয়।

একইসাথে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না- মর্মে আগামী ৭ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

এরআগে শুক্রবার (১৬ জুন) রাতে ফাহিম ফয়সাল রিফাতের বাবা সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকেও দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি ওই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় বাবু চেয়ারম্যানের নেতৃত্বে তার ছেলে রিফাত ও সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজটোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহসভাপতি নাদিম। পরদিন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার দুপুর পৌনে ১টায় বকশীগঞ্জ থানায় নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে বাবু চেয়ারম্যানকে প্রধান ও তার ছেলে রিফাতকে ২ নম্বর আসামি করে ২২ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরো ২০-২৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

প্রধান আসামি বাবুকে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার এক নম্বর চিলাহাটি ইউনিয়নের চর তিস্তাপাড়া গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে আজ ভোরে আটক করেছে র‌্যাব।

এছাড়া পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ১০ জনকে আটক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫