Logo
×

Follow Us

জেলার খবর

নৌকাকে ১২৭ ভোটে হারিয়ে গামছার জয়

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২১ জুন ২০২৩, ২৩:০৯

নৌকাকে ১২৭ ভোটে হারিয়ে গামছার জয়

বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত। ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইল পৌরসভা নির্বাচনে কৃষক শ্রমিক জনতা লীগের প্রার্থী রাহাত হাসান টিপু বেসরকারিভাবে মেয়র নির্বাচিত হয়েছেন। আজ বুধবার (২১ জুন) ভোটগ্রহণ শেষে সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ মতিয়ুর রহমান ফল ঘোষণা করেন।

এতে টিপু গামছা প্রতীকে চার হাজার ৭৪২ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান মেয়র আব্দুর রহিম আহমেদ পেয়েছেন চার হাজার ৬২১ ভোট। এছাড়া উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি এনামুল করিম অটল পেয়েছেন চার হাজার ৩৫৪ ভোট।

এর আগে, বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পৌরসভার ১০টি কেন্দ্রে ইলেকট্রিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে মোট ১৮ হাজার ৪৩৭ ভোটারের মধ্যে ১৩ হাজার ৭১৭ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেছেন।

বাসাইল পৌরসভার নির্বাচনে মেয়র পদে তিন জন, ৯ ওয়ার্ডের সাধারণ কাউন্সিলর পদে ২৭ জন ও তিনটি সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫