Logo
×

Follow Us

জেলার খবর

টাঙ্গাইলে রেলব্রিজ পার হতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১৭:০৭

টাঙ্গাইলে রেলব্রিজ পার হতে গিয়ে প্রাণ গেল স্বামী-স্ত্রীর

প্রতীকী ছবি

টাঙ্গাইলের গোপালপুরে রেললাইন পার হতে গিয়ে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব -জামালপুর রেললাইনের ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃতরা হলেন- উপজেলার রাজগোলাবাড়ি গ্রামের আব্দুল কাদেরের ছেলে মো. আরজু (৫০) ও স্ত্রী সম্পা বেগম (৪০)।

ঝাওয়াইল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বঙ্গবন্ধু সেতু পূর্ব-জামালপুর রেললাইনের ঝাওয়াইল ইউনিয়নের মোহাইল এলাকায় রেল লাইন পার হয়ে বাড়ি ফিরছিলেন স্বামী ও স্ত্রী। রেলব্রিজ পার হওয়ার সময় জামালপুর থেকে ছেড়ে আসা লোকাল ট্রেনে কাটা পড়ে ওই দুইজনের মৃত্যু হয়।

তিনি আরো বলেন, ঘটনার পরই স্বজনরা খবর পেয়ে মরদেহ বাড়িতে নিয়ে গেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫