আজমিরীগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি, থানায় জিডি
 
													হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৩, ১৭:৩৬
 
					হবিগঞ্জ জেলার মানচিত্র
হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলায় সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে সমবায় কর্মকর্তা দেবাশীষ দেবের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে।
আজমিরীগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আবু হেনা গতকাল বুধবার (২১ জুন) রাতে আজমিরীগঞ্জ থানায় এ জিডি করেন।
সাংবাদিক জিডিতে উল্লেখ করেছেন, আজমিরীগঞ্জ উপজেলা সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব ছুটি না নিয়ে কর্মস্থলে অনুপস্থিত থাকার ঘটনায় গত ১৪ জুন স্থানীয় দৈনিকে সংবাদ প্রকাশ হয়। পরে ওই কর্মকর্তা ১৯ জুন বিকেলে সাংবাদিক আবু হেনাকে উপজেলা পরিষদের ভেতরের রাস্তায় পেয়ে হুমকি দেন। কেন সংবাদ প্রকাশ করেছেন জানতে চেয়ে ওই কর্মকর্তা হুমকিসূলভ কথাবার্তা বলেন। এসময় প্রেসক্লাবের সহ-সভাপতি ফরহাদ চৌধুরীও সঙ্গে ছিলেন।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী জিডির সত্যতা নিশ্চিত করেছেন। তবে অভিযোগ মিথ্যা দাবি করেছেন সমবায় কর্মকর্তা দেবাশীষ দেব। তিনি বলেন, আমি এ ধরণের হুমকি দেইনি।

