Logo
×

Follow Us

জেলার খবর

বজ্রপাতে পশু চিকিৎসকের মৃত্যু

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২২ জুন ২০২৩, ২০:২৭

বজ্রপাতে পশু চিকিৎসকের মৃত্যু

প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় বজ্রপাতে আমিনুর রহমান (৩২) নামে এক গ্রাম্য পশু চিকিৎসকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গয়ড়া গ্রামের রবিউল ইসলামের ছেলে।

আজ বৃহস্পতিবার (২২ জুন) দুপুরে বৃষ্টির সময় বজ্রপাতে স্বরুপদাহ ইউনিয়নের দীঘড়ি-গদাধরপুর সড়কের বেলেমাটি নামক স্থানে ফাঁকা মাঠের মধ্যে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, তিনি দীঘড়ি গ্রামে একটি পশুর চিকিৎসা শেষে মোটরসাইকেল যোগে নিজ বাড়ি গয়ড়া গ্রামে ফিরছিলেন। দীঘড়ি-গদাধরপুর সড়কের বেলেমাটি নামক ফাঁকা মাঠের মধ্যে পৌঁছলে বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। বৃষ্টির মধ্যেই তিনি মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় বজ্রপাতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নেন।

চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫