জুমার নামাজ শেষে বাসায় ফেরা হলো না বাবা-ছেলের

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুন ২০২৩, ২০:৪৫

মোটরসাইকেল দুর্ঘটনা। ছবি: প্রতীকী
ময়মনসিংহের ভালুকায় ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ জুন) বিকেলে উপজেলার ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাতরা মোড়ে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাজীপুর সদরের ইব্রাহিম খলিলের ছেলে খাইরুল ইসলাম (২৮) ও তার ছেলে মোহাম্মদ বিন খায়ের (৮)।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন জানান, জুমার নামাজ পড়ে ৮ বছরের ছেলেকে নিয়ে মোটরসাইকেলযোগে ভালুকার দিকে আসছিলেন ইব্রাহিম খলিল।
পথিমধ্যে ভরাডোবা-ঘাটাইল সড়কের মেদুয়ারীর বাকসাতরা এলাকায় আসতেই মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে যায়। এসময় বিপরীত দিক থেকে আসা ঘাটাইলগামী একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
পুলিশের এই কর্মকর্তা বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে। তবে ঘাতক ট্রাকটিসহ চালক পালিয়ে যাওয়ায় তাদের আটকের চেষ্টা চলছে।