Logo
×

Follow Us

জেলার খবর

বেনাপোল পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ২৪ জুন ২০২৩, ১৫:৫৭

বেনাপোল পৌর নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন বিএনপি নেতা

বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন। ছবি: যশোর প্রতিনিধি

বেনাপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বেনাপোল পৌর নির্বাচনে বিএনপি নেতা মাসুদুর রহমান মিলন সরে দাঁড়িয়েছেন। বিএনপি দলীয় সিদ্ধান্তের কারণে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।

মেয়র প্রার্থী মাসুদুর রহমান মিলন এক বিজ্ঞপ্তিতে জানান, এই সরকারের অধীন বিএনপি কোন নির্বাচন অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছেন।

সে কারণে দলীয় সিদ্ধান্তের সাথে একমত পোষণ করে আজ শনিবার (২৪ জুন) আমি আমার মনোনয়নপত্রটি প্রত্যাহার করে নিয়েছি।

বেনাপোল পৌরসভার সাধারণ নির্বাচন এর রিটার্নিং অফিসার ও সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. আনিসুর রহমান বিএনপি নেতা মিলনের প্রত্যাহারের আবেদনটি গ্রহণ করেছেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫