Logo
×

Follow Us

জেলার খবর

ভিজিএফ চাল নিয়ে বাড়ি ফেরা হলো না লক্ষ্মী রানীর

Icon

ঝিনাইদহ প্রতিনিধি

প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১৩:৩০

ভিজিএফ চাল নিয়ে বাড়ি ফেরা হলো না লক্ষ্মী রানীর

দুর্ঘটনায় কবলিত ট্রাক। ছবি: প্রতিনিধি

ঝিনাইদহের শৈলকুপায় ট্রাকের ধাক্কায় লক্ষ্মী রানী দাস (৫১) নামের এক মহিলা নিহত হয়েছে। এসময় আরও ৩ নারীসহ ভ্যানচালক গুরুতর আহত হন।

গতকাল সোমবার (২৬ জুন) দুপুরে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাড়াগঞ্জ নামক স্থানের তেল পাম্প এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। নিহত লক্ষ্মী রানী দাস একই উপজেলার গাড়াগঞ্জ গ্রামের মান্য দাসের স্ত্রী।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দুধসর ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ এর চাউল নিয়ে ওই চার নারী ব্যাটারিচালিত ভ্যানযোগে (পাখি ভ্যান) বাড়ি যাচ্ছিলেন। পথে ঘটনাস্থলে পৌঁছালে ঝিনাইদহগামী একটি ট্রাক যাত্রীবাহী ভ্যানটিকে ধাক্কা দেয়। এসময় ভ্যান ও ট্রাক উল্টে রাস্তার পাশের জমিতে পড়ে যায়। এতে ভ্যানে থাকা চার নারী রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে লক্ষ্মী রানী দাসকে মৃত বলে ঘোষণা করে কর্তব্যরত চিকিৎসক। আহত তিন নারী হাসপাতালে ভর্তি রয়েছে।

ঝিনাইদহ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান এতথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এঘটনায় ট্রাকটি আটক করা হয়েছে।


Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫