পরিবারের সঙ্গে ঈদ করা হলো না স্কুল শিক্ষকের

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুন ২০২৩, ১৬:৩৯

গাইবান্ধা জেলার মানচিত্র।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় মেহেদী হাসান নয়ন (৪২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এঘটনায় নিহতের ছেলে নাহিদ আহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২৭) জুন সকালে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কের মাঠেরহাট বাজার নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মেহেদী হাসান নয়ন জেলার সাদুলাপুর উপজেলার জানিপুর গ্রামের আতোয়ার হোসেনের ছেলে। এবং পেশায় তিনি একজন প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ছিলেন।
পলাশবাড়ী থানার ইন্সপেক্টর (তদন্ত) দিবাকর অধিকারী বিষয়টি নিশ্চিত করেন। তিনি স্থানীয়দের বরাত দিয়ে জানান, নিহত মেহেদী হাসান নয়ন গাইবান্ধা শহরে ভাড়া বাসায় থাকেন। সকালে পরিবারের সঙ্গে ঈদ করতে মোটরসাইকেলযোগে গ্রামের বাড়িতে যাচ্ছিলেন। পথে মাঠের হাট ফিলিং স্টেশন থেকে মোটরসাইকেলে পেট্রোল নিয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। এসময় গাইবান্ধা থেকে ছেড়ে আসা একটি বাস পিছন দিক থেকে তাকে ধাক্কা দিলে তিনি সড়কে ছিটকে পড়ে যান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে মেহেদী হাসান নয়ন মারা যান।
তিনি আরও জানান, স্বজনদের অনুরোধে লাশ ময়নাতদন্ত ছাড়াই পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে নিহতের ছেলে আহত নাহিদ গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।