Logo
×

Follow Us

জেলার খবর

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ০৯:৩৭

পাহাড় কাটতে গিয়ে মাটিচাপায় রোহিঙ্গা যুবকের মৃত্যু

গভীর রাতে কয়েকজন শ্রমিক পাহাড় কাটছিলেন। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন।  

আজ বুধবার (২৮ জুন) রাত ২ দিকে কক্সবাজার শহরের ৭ নং ওয়ার্ডের পাহাড়তলী ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত যুবক ইয়াসিন আরাফাত। সে মিয়ানমারের বাসিন্দা মোস্তফা আহমেদের ছেলে। ইয়াসিন আরাফাত ক্যাম্প থেকে পালিয়ে এসে শহরের পাহাড়তলীতে ভাড়া বাসায় বসবাস করছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম। তিনি জানান, রাতের আঁধারে পাহাড় কাটতে গিয়ে মাটি চাপায় এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা মাটি চাপা অবস্থা থেকে তাকে উদ্ধার করা হয়। 

স্থানীয়রা জানান, গভীর রাতে কয়েকজন শ্রমিক একত্রে ওই এলাকায় পাহাড় কাটছিলেন। হঠাৎ পাহাড় ধস হলে বাকিরা পালিয়ে রক্ষা পেলেও  ইয়াছিন মাটি চাপা পড়ে যায়। খবর পেয়ে  ফায়ারসার্ভিস ও পুলিশ  দীর্ঘ এক ঘণ্টা চেষ্টার পর মাটির নিচ থেকে মরদেহ উদ্ধার করে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫