Logo
×

Follow Us

জেলার খবর

এতিম শিশুদের জন্য নতুন জামা নিয়ে হাজির ডিসি

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ২৮ জুন ২০২৩, ১৭:৪৪

এতিম শিশুদের জন্য নতুন জামা নিয়ে হাজির ডিসি

টাঙ্গাইলে সরকারি শিশু পরিবার বালিকার নিবাসীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ছবি: টাঙ্গাইল প্রতিনিধি

ঈদুল আজহা উপলক্ষে টাঙ্গাইলের সরকারি শিশু পরিবার বালিকার নিবাসীদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (২৮ জুন) বেলা ১১ টায় শহরের সরকারি শিশু পরিবার বালিকা প্রাঙ্গণে স্থানীয় প্রশাসনের উদ্যোগে এ ঈদ উপহার বিতরণে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ওলিউজ্জামানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক শাহ আলম, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার দীপ ভৌমিক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি আইনজীবী জাফর আহমেদ, সরকারি শিশু পরিবার বালিকার উপ-তত্ত্বাবধায়ক তানিয়া আক্তার প্রমুখ। 

এসময় সরকারি শিশু পরিবার বালিকার ৯১ জন নিবাসীকে ঈদ উপহার সামগ্রী দেওয়া হয়। 

পোশাক পেয়ে খুশি তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নুসরাত জানহান (৯) বলেন, ডিসি স্যার আমাদের ঈদের কাপড় কিনে দিয়েছেন। কাপড় পেয়ে আমি অনেক খুশি হয়েছি। এবার ঈদে নতুন কাপড় পরে আনন্দ করবো, অনেক ভালো লাগছে।

আরেক শিক্ষার্থী সাইমা আক্তার (৮) বলেন, নতুন কাপড় পেয়ে অনেক ভালো লাগছে। নতুন কাপড় পরে ঈদ করবো।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫