Logo
×

Follow Us

জেলার খবর

সিরাজগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

Icon

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ মার্চ ২০২০, ১৮:৫৪

 সিরাজগঞ্জে শিক্ষকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ

সিরাজগঞ্জের তাড়াশ সদর ইউনিয়নের রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) আইয়ুব আলী (৩৫) বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। আইয়ুব আলী উপজেলার নওগাঁ ইউনিয়নের শাকুয়াদিঘী গ্রামের ইউসুব আলীর ছেলে।

অভিযুক্ত শিক্ষকের বিচার ও অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর ১০৪ জনের স্বাক্ষরিত লিখিত অভিযোগ পত্র দাখিল করেছেন অভিভাবক ও এলাকাবাসী।

অভিযোগ সূত্রে জানা যায়, সহকারী শিক্ষক আইয়ুব আলী দীর্ঘদিন ধরে বিদ্যালয়ের বিভিন্ন ছাত্রীর সাথে নানা ভাবে অসামাজিক কার্যকলাপ করে আসছে।

গত ১৬ মার্চ সোমবার শিক্ষক আইযুব আলী রঘুনিলী মঙ্গলবাড়িয়া বাজারে ভাড়া করা কক্ষে প্রাইভেট পড়ানোর নামে ওই বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রীর সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী ধরে ফেলে। এ মসয় শিক্ষক আইযুব আলী কৌশলে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এ ঘটনার প্রেক্ষিতে অভিভাবক ও এলাকাবাসী ক্ষিপ্ত হয়ে ওই শিক্ষকের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বিচার ও অপসারণ দাবীতে মানববন্ধন করেন।

একাধিক অভিভাবক অভিযোগ করে বলেন, ওই শিক্ষকের বিচার না হওয়া পর্যন্ত আমাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠাবো না।

ঘটনাটি অস্বীকার করে অভিযুক্ত শিক্ষক আইযুব আলী বলেন, এটা মিথ্যা ও সাজানো ঘটনা।

রঘুনিলী মঙ্গলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউজ্জামান নান্নু বলেন, অভিযোগটি আমিও পেয়েছি। ওই শিক্ষক স্কুলে একাধিকবার এধরনের ঘটনা ঘটিয়েছে। তাকে সর্তক করার জন্য বেশ কয়েকবার কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছিল।

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফ্ফাত জাহান বলেন, অভিযোগ পত্র পেয়েছি, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।



Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫