Logo
×

Follow Us

জেলার খবর

ময়মনসিংহে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

Icon

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশ: ০৪ জুলাই ২০২৩, ১৯:৪২

ময়মনসিংহে মা-মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার

পুলিশের উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়। ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বসত ঘর থেকে মা ও সাড়ে তিন বছরের শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের জেরে এ আত্মহত্যা হতে পারে বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। এঘটনায় স্বামী জাহিদ হোসেন পলাতক রয়েছেন।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন জানান, ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার বাসিন্দা জাহিদ হোসেনের স্ত্রী সিনথিয়া আক্তার (২৪) তার সাড়ে তিন বছরের শিশুকন্যাকে নিয়ে বসত ঘরে ঘুমিয়ে ছিলো। আজ মঙ্গলবার (৪ জুলাই) সকালে দরজা বন্ধ দেখে বাড়ির লোকজন ডাকাডাকি করে। এসময় মা-মেয়ের সাড়া না পেয়ে পুলিশকে খবর দেয় বাড়ির লোকজন। সকাল ১০টায় পুলিশ ঘটনাস্থল পৌঁছে ফ্যানের সাথে বাঁধা মা ও শিশুকন্যার ঝুলন্ত লাশ উদ্ধার করে। পরে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলজ হাসপাতাল পাঠায়। 

এলাকাবাসী জানায়, স্বামী জাহিদ স্থানীয় একটি গার্মেন্টসে চাকরি করতো। ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। অভাব অনটনের সংসারে প্রায়ই ঝগড়া হতো। অধ্যয়ণরত স্ত্রী সিনথিয়া একটি চাকরির সন্ধ্যানে ছিলো। ঘটনার রাতে স্বামী জাহিদ বাসায় ছিলেন না বলে জানায় পুলিশ।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫