Logo
×

Follow Us

জেলার খবর

কোরআন পোড়ানোর প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ০৭ জুলাই ২০২৩, ১৬:২১

কোরআন পোড়ানোর প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ সমাবেশ

কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। ছবি: নীলফামারী প্রতিনিধি

সুইডেনে রাষ্ট্রীয় সহযোগিতায় কোরআন অবমাননার প্রতিবাদে এবং অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (৭ জুলাই) জুমার নামাজ শেষে উলামা মাশায়েখ পরিষদ ডোমার উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।

জুম্মার নামাজ শেষে বাটার মোড় থেকে এক বিরাট বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বাটার মোড়ে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

উলামা মাশায়েখ পরিষদ ডোমার শাখার সভাপতি প্রভাষক মাওলানা আব্দুল খালেকের সভাপতিত্বে ও রেল স্টেশন মসজিদের খতিব কামরুল ইসলাম অরেফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন সম্পাদক মোসলেমহুদ্দীন শাহ ও চবি শিক্ষার্থী মাওলানা আবু সাঈদ।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, পবিত্র কোরআন অবমাননার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে সেই সঙ্গে ঘটনায় দোষীদের শাস্তি না হওয়া পর্যন্ত সুইডেনের সকল পণ্য বর্জনের জন্য বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানান তারা।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫