ইয়াবাসহ আটককৃত তিনজন। ছবি: চট্টগ্রাম প্রতিনিধি
চট্টগ্রামের লোহাগাড়ায় যাত্রীবাহী এস আলম পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে তিন মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।
আজ শনিবার (৮ জুলাই) ভোরে উপজেলার চুনতি ফরেস্ট অফিস সংলগ্ন চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রামমুখী এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তিন যাত্রীর দেহ তল্লাশি করে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন- রাজধানীর খিলগাঁও নন্দিপাড়া কমিশনার গলি এলাকার মো. বাচ্চু মিয়ার ছেলে মো. রাহাত হোসেন (২৩), কক্সবাজারের টেকনাফ মধ্যম হ্নীলা নয়াপাড়া এলাকার ছালামত উল্যাহর ছেলে মো. জয়নাল আবেদীন (২৬) ও চকরিয়া পূর্ব সুয়ারজপুর এলাকার মৃত নুরুল কবির এর ছেলে মো. শাহিনুর (২৩)।
লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে তিন মাদক পাচারকারীকে ৫ হাজার পিস ইয়াবাসহ আটক করে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে একইদিন সকালে আদালতে সোপর্দ করা হয়।