Logo
×

Follow Us

জেলার খবর

টেকনাফে ২০ কোটি টাকার মাদক উদ্ধার

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ০১:২৭

টেকনাফে ২০ কোটি টাকার মাদক উদ্ধার

বিজিবির অভিযানে উদ্ধারকৃত আইস। ছবি: কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে ৪ কেজি ২২৯ গ্রাম ওজনের ক্রিস্টাল ম্যাথ আইস উদ্ধার করেছে বিজিবি। উদ্ধারকৃত আইসের আনুমানিক মূল্য ২০ কোটি টাকা।

সোমবার (১০ জুলাই) ভোরে টেকনাফ উপজেলার সীমান্তবর্তী নাইট্যংপাড়া বরফ কল এলাকা থেকে এসব মাদক উদ্ধার করা হয়। তবে এ অভিযানে কাউকে আটক করা হয়নি।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমদ বলেন, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা সীমান্তের নাইট্যংপাড়া বরফ কল এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় একটি প্লাস্টিকের বস্তা থেকে ৪ কেজি ২২৯ গ্রাম ক্রিস্টাল ম্যাথ (আইস) জব্দ করা হয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা৷

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫