Logo
×

Follow Us

জেলার খবর

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১১ জুলাই ২০২৩, ১৭:১৩

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ২

কালিহাতী থানা। ফাইল ছবি

টাঙ্গাইলে ট্রাক-সিএনজির সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন সাতজন। আজ মঙ্গলবার (১১ জুলাই) দুপুর ২টার দিকে কালিহাতীতে উপজেলার নগরবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

এবিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) মিন্টু ঘোষ জানান, ভূঞাপুর দিক থেকে ছেড়ে আসা ইট বোঝাই একটি ট্রাক টাঙ্গাইলের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি উপজেলার নগরবাড়ি এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে এলেঙ্গা থেকে ছেড়ে আসা ভূঞাপুরগামী একটি সিএনজির সাথে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে কমপক্ষে ট্রাক ও সিএনজির ৯ জন আহত হয়।

পরে আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই জনকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫