Logo
×

Follow Us

জেলার খবর

সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে নারী গ্রাহককে কুপ্রস্তাবের অভিযোগ

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুলাই ২০২৩, ১৫:৪৭

সোনালী ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে নারী গ্রাহককে কুপ্রস্তাবের অভিযোগ

সোনালী ব্যাংক ম্যানেজারের রুমে বাকবিতণ্ডা। ছবি: পাবনা প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে সোনালী ব্যাংকের ম্যানেজার সাইদুল ইসলামের বিরুদ্ধে এক নারী গ্রাহককে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী ও তার স্বজনদের সঙ্গে ম্যানেজারের বাগবিতণ্ডা হয়। নারী গ্রাহককে কুপ্রস্তাবের অভিযোগে ব্যাংক ম্যানেজার সাইদুল ইসলামকে অপসারণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) সকালে সোনালী ব্যাংকের রাজশাহীর জিএম অপসারণের বিষয়টি নিশ্চিত করেছেন। 

গতকাল বুধবার (১২ জুলাই) নারী গ্রাহককে কুপ্রস্তাবের ঘটনাকে কেন্দ্র করে ব্যাংকে তুলকালাম কাণ্ড ঘটে। এসময় ম্যানেজারকে চর-থাপ্পড় এবং স্যান্ডেল দিয়ে পেটানো হয়। ভুক্তভোগী নারী উপজেলার পৌর শহরের শেরশাহ রোড পূর্ব টেংরী এলাকার বাসিন্দা।

ভুক্তভোগী নারী জানান, পিতার কল্যাণ ফান্ডের ফরমে স্বাক্ষর করাতে দুই দিন ধরে ব্যাংকে ঘুরছিলেন তার মা। নানা অজুহাতে ফরমে স্বাক্ষর না করে তাদের হয়রানি করছিলেন ম্যানেজার সাইদুল ইসলাম। মঙ্গলবার মায়ের সাথে আবারও ব্যাংকে আসেন তিনি। ফরমে স্বাক্ষরের জন্য ম্যানেজারের রুমে গেলে ম্যানেজার সাইদুল ইসলাম এক পর্যায়ে তাকে অশ্লীল কথা বলেন এবং কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাব রাজি না হলে ফরমে স্বাক্ষর করবেন না বলেও জানান ম্যানেজার। এসময়ে ফরমে স্বাক্ষর না নিয়ে কৌশলে চলে যান ওই নারী। বুধবার (১২ জুলাই) পরিবারের সদস্যদের নিয়ে ব্যাংকে আসেন ওই নারী। ফরম নিয়ে ম্যানেজারের রুমে গেলে পুনরায় তাকে কুপ্রস্তাব দেন সাইদুল ইসলাম। বাসায় গিয়ে মোবাইলে ভিডিও কল দিতে বলেন ম্যানেজার। অশ্লীল কথা ও কুপ্রস্তাবের বিষয়ে ভাষা সংযত করে কথা বলতে বললে ম্যানেজার অসংযত আচরণ করেন। এর একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে ওই নারীর স্বামীসহ পরিবারের লোকজন এবং ব্যাংকে উপস্থিত গ্রাহক ও ব্যাংক কর্মচারীরা ম্যানেজারের কক্ষে প্রবেশ করেন। এসময় ওই নারী ও পরিবারের লোকজন মিলে ম্যানেজারকে চর-থাপ্পড় দেন। এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ব্যাংকের সামনে শত শত জনতা উপস্থিত হয়ে ম্যানেজারের অপসারণ দাবি করেন। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বুধবার সন্ধ্যায় ওই নারী বাদী হয়ে ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। ঈশ্বরদী অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ব্যাংকের সিসিটিভি ফুটেজও দেখেছি। তদন্তের পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোনালী ব্যাংকের রাজশাহীর জিএম মীর হাসান মো. জাহিদ জানান, বুধবার রাতে ম্যানেজারকে পাবনা প্রিন্সিপাল অফিসে অপসারণ করা হয়েছে। আজ বৃহস্পতিবার রাজশাহীর জিএম অফিসের এবং পাবনা প্রিন্সিপাল অফিসের দুটি টিম ঈশ্বরদীতে ঘটনার তদন্ত শুরু করেছেন। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান তিনি।

এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি ব্যাংক ম্যানেজার সাইদুল ইসলাম।

ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার বলেন, ভুক্তভোগী নারী লিখিত অভিযোগ করেছেন। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫