নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি রাবি শিক্ষক ফোরামের

রাবি প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ১৫:৪০

জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির ব্যানারে আয়োজিত মানববন্ধন। ছবি: রাবি প্রতিনিধি
সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম।
আজ বৃহস্পতিবার (২০ জুলাই) বেলা ১০ টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম রাবির ব্যানারে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে এ দাবি জানান তারা।
কর্মসূচিতে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক এফ. নজরুল ইসলাম বলেন, আমাদের সবার বক্তব্য এই সরকারের পদত্যাগ। দেশের সকল রাজনৈতিক দল বলছে এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না। আর একটি দল নিজেদের অধীনেই নির্বাচন করতে চায়। এদেশের মানুষ সরকারকে বিশ্বাস করেছিল। কিন্তু সরকার বিশ্বাস ভঙ্গ করেছে। এদেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিনের নির্বাচন রাতে করেছে। দেশের সমস্ত জনগণ চায় নিজেদের ভোটাধিকার। তাই অবিলম্বে এই ফ্যাসিস্ট সরকারের পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের এক দফা দাবি জানাচ্ছি।
এসময় জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাবেক সহ-সভাপতি অধ্যাপক মামুনুর রশীদ বলেন, আমরা ২০১৪ ও ১৮ সালের নির্বাচন দেখেছি। সেখানে আমরা অংশগ্রহণমূলক নির্বাচন দেখিনি। এখন বাংলাদেশের জনগণ বুঝে গেছে। দেশের জনগণ এখন আর এই সরকারকে চায় না। দেশের সর্বস্তরের জনগণ সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমে আন্দোলন করছে। বিদেশি সংস্থাগুলোও সরকারের বিরুদ্ধে বিবৃতি দিয়ে যাচ্ছে। দ্রব্যমূল্যের ক্রমাগত ঊর্ধ্বগতিতে আমাদের দেশের মানুষেরা এখন অসহায়। এই সরকার একনায়কতন্ত্র কায়েমে ব্যস্ত।
সংগঠনটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক সারোয়ার জাহান বলেন, দেশের মানুষ সরকারকে লাল কার্ড দেখিয়েছিল, যা দেখেও সরকার কোন ভ্রূক্ষেপ করেনি। তাই বিএনপিসহ ৩৬টি দল এখন এক দফা এক দাবিতে আন্দোলনে নেমেছে। কিন্তু এই সরকার দিনের ভোট রাতে করে ক্ষমতায় থেকেই যাচ্ছে। এদেশের মানুষের ভোটাধিকার আমরা ফেরত চাই। দেশের মানুষের ভোটাধিকার ফেরত পেতে অবিলম্বে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে।
জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক মাসুদুল হাসান খান মুক্তার সঞ্চালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক রেজাউল করিম, সহ-সাধারণ সম্পাদক অধ্যাপক পারভেজ আজহারুল হক প্রিন্স, প্রচার সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান, সদস্য অধ্যাপক আমিরুল ইসলাম, সম্মানিত সদস্য অধ্যাপক সোহেল হাসান, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক ড. কুদরত ই জাহান, উপদেষ্টা অধ্যাপক শাহেদ জামান। কর্মসূচিতে প্রায় অর্ধশতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।