Logo
×

Follow Us

জেলার খবর

বরিশালে ছাত্রলীগ নেতাদের নিয়ে শ্রমিকলীগের কমিটি গঠন

Icon

বরিশাল প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৩, ২২:০৫

বরিশালে ছাত্রলীগ নেতাদের নিয়ে শ্রমিকলীগের কমিটি গঠন

বরিশাল মহানগর শ্রমিকলীগের সভাপতি পরিমল চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক রইজ আহমেদ মান্না। ছবি: বরিশাল প্রতিনিধি

বরিশাল মহানগর শ্রমিকলীগের নতুন কার্যকরী কমিটি গঠিত হয়েছে। সংগঠনের সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র দাসকে সভাপতি এবং সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের কমিটির আহবায়ক রইজ আহমেদ মান্নাকে সাধারণ সম্পাদক করা হয়েছে ২৮ সদস্য বিশিষ্ট এই কমিটিতে।

গত ১৮ জুলাই জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নূর কুতুব আলম মান্নান এবং সাধারণ সম্পাদক কেএম আযম খসরু নতুন এই কমিটির অনুমোদন দিলেও প্রকাশ করা হয় ২০ জুলাই।

কমিটির অনুমোদনপত্রে উল্লেখ করা হয়েছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ, বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর এবং সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহর সুপারিশের প্রেক্ষিতে এই কমিটি অনুমোদন দেওয়া হলো। এ কমিটিকে আগামী এক মাসের মধ্যে এই কমিটি পূর্ণাঙ্গ করে কেন্দ্রে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

মহানগর শ্রমিকলীগের পূর্বের কমিটির সভাপতি ছিলেন বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি আফতাব হোসেন। তিনি নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত ও পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম অনুসারী বলে জানা যায়।

এদিকে নবগঠিত মহানগর শ্রমিক লীগের কমিটিতে সদ্য বিলুপ্ত মহানগর ছাত্রলীগের কমিটির আহবায়ক রইজ আহমেদ মান্নাকে সাধারণ সম্পাদক করায় এ নিয়ে দলীয় মহলে সমালোচনার সৃষ্টি হয়েছে। একজন ছাত্রলীগ নেতা কিভাবে শ্রমিক লীগের নেতা হতে পারে তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে।

নবগঠিত কমিটিতে দেখা গেছে, আবদুল মালেক হাওলাদার, আয়ুব আলী, দুলাল ফরাজি, জালাল জমাদ্দার, কাজী জলিল ও হুমায়ুন কবির মাহিনকে সহ সভাপতি, মেহেদী হাসান, জাহাঙ্গীর হাওলাদার ও শহিদুল ইসলাম সাইদকে যুগ্ম সাধারণ সম্পাদক, নাসির উদ্দিন, শেখ রিপন, বেল্লাল হোসেন শিশির, মাসুদ হাওলাদার, সিহাবুল হক সিহাব ও ইমরান হোসেনকে সাংগঠনিক সম্পাদক, সোহাগ হোসাইন মিঠুকে দপ্তর সম্পাদক, ইয়াসিন আরাফাত নাবিলকে সহ-দপ্তর সম্পাদক, মবিনুল ইসলাম রনিকে প্রচার সম্পাদক এবং আবদুস সালাম, ইউনুচ হাওলাদার, জাকির হোসেন, মোফাজ্জেল হোসেন, আফজাল হোসেন মজুমদার, লতিফ সিকদার লেদু, সুমন সাহা ও রাকিবুল ইসলাম তমালকে কার্যকরী সদস্য করা হয়েছে।

এর আগে ২০১৬ সালে আফতাব হোসেনকে সভাপতি ও পরিমল চন্দ্র দাসকে সাধারণ সম্পাদক করে গঠন করা হয় মহানগর শ্রমিকলীগের কমিটি। ওই কমিটির দুই-চারজন বাদে অন্যরা দলীয় কর্মকাণ্ডে নিষ্ক্রিয় হয়ে পড়েন। এমনকি রাজনৈতিক দ্বন্দ্বে নিষ্ক্রিয় হয়ে যান সংগঠনের সভাপতি আফতাব হোসেন।

সম্প্রতি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনকে ঘিরে ফের সক্রিয় হন তিনি। নবনির্বাচিত মেয়র আবুল খায়ের আবদুল্লাহর অনুসারী হিসেবে এরই মধ্যে নগরীর নথুল্লাবাদস্থ জেলা বাস মালিক গ্রুপের সভাপতি বনে যান তিনি।

নতুন কমিটি প্রসঙ্গে মহানগর শ্রমিকলীগের সদ্য সাবেক সভাপতি আফতাব হোসেন বলেন, শুনেছি ছাত্রলীগের কয়েকজনকে দিয়ে মহানগর শ্রমিকলীগের নতুন কমিটি করা হয়েছে। নতুন কমিটি গঠনের বিষয়ে আমার কোন মতামত নেওয়া হয়নি।

আফতাবের দাবি করে বলেন, বরিশাল মহানগরে শ্রমিক লীগের প্রতিষ্ঠা করেছি আমি। সেই থেকেই আমি এই সংগঠনটির নেতৃত্ব দিয়ে আসছিলাম। কেন আমাকে বাদ দিয়ে এক তরফা কমিটি হলো সে বিষয়ে আমি বোধগম্য নই। তবে নতুন কমিটি গঠনের খবরে প্রকৃত শ্রমিক নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে বলে জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: ইলিয়াস উদ্দিন পলাশ

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ফেয়ার দিয়া ১১/৮/ই, ফ্রি স্কুল স্ট্রিট (লেভেল-৮), বক্স কালভার্ট রোড, পান্থপথ, ঢাকা ১২০৫